জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৩ জানুয়ারি সোমবার কুড়িগ্রামে হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। উষ্ণতা পেতে ঘরে-বাইরে থাকা মানুষ পরিধান করছেন মোটা কাপড়। কিন্তু শীতবস্ত্রের অভাবে কনকনে এই শীতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
এমন শীতার্ত ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের শীত নিবারণে উন্নতমানের সোয়েটার পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের এসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।
সোমবার সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় ব্রহ্মপুত্র পাড়ের ১০০ জন অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন,আমি আগেও এভাবে অসহায় মানুষের পাশে থেকেছি। আমি মনে করি, আমার আয়ে অসহায়দের হক রয়েছে, তাই আমি অসহায় মানুষের পাশে দাড়াতে চেষ্টা করি। তীব্র এই শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তশালী মানুষদের প্রতিও আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম জানান,শীতের শুরু থেকে শীতবস্ত্র দিয়ে কুড়িগ্রামের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে আছি আমরা। এর আগেও বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমরা যেকোন প্রয়োজনে অসহায় মানুষের পাশে থাকবো। চিলমারীর নিম্ন আয়ের মানুষকে সোয়েটার উপহার দেওয়ায় এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান তিনি।