জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের চিলমারী মহিলা ডিগ্রী কলেজ এর অভ্যন্তরে তিন কোটি ১৭,০০০,০০/- (তিন কোটি সতের লক্ষ টাকা) ব্যায়ে একটি আশ্রয়ন প্রকল্পের কাজ চলমান আছে। উক্ত প্রকল্পের কাজে সাইড ম্যনেজার হিসাবে কর্মরত আছেন রহমত উল্যাহ মোল্যা পিতা-জালাল মোল্যা গ্রাম-মধূখালী জেলা-নারায়নগঞ্জ। দীর্ঘদিন ধরে এলাকার কিছু বখাটে ছেলে তার নিকট ৫০,০০০/- চাঁদা দাবী করে আসছিল ও বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় ছিল। ইতি মধ্যে তাকে টাকার জন্য মারতে উদ্যত হয়। কিন্তু উপস্থিত সাক্ষীর জন্য মারতে পারে না। গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার লেবার পেমেন্ট ও ইটভাটায় টাকা দেয়ার জন্য এটিএম বুথ হতে .৩.০০ ঘটিকার সময় ৫০,০০০/- টাকা উত্তোলন করেন ম্যানেজার । এখবর জানতে পেরে তার পিছু নেয় ও সুয়োগ বুঝে কেড়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় বাদি প্রান বাঁচাতে টাকা সহ থানার আশ্রয় নেয়। ছিনতাই কারীরা তার পিছু নেয় ও থানার গেট পর্যন্ত তাকে ধাওয়া করে ও ভয়ভীতি দেখায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয় ও রাতে অভিযান পরিচালনা করে থানাহাট এলাকা হতে ০২ জন এজাহার নামীয় আসামী ১।মোঃ রুবেল রকিবুল(২১) পিতা-মোঃ জাহাঙ্গীর আলম সাং থানাহাট মন্ডল পাড়া। ২। মোঃনাঈম সরকার (২৪)পিতা-মোঃ শামছুজ্জোহা সরকার সাং- সবুজপাড়া উভয় থানা- চিলমারী, জেলা-কুড়িগ্রাম দ্বয়কে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন থানা প্রশাসন।