কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ– কুড়িগ্রামের চিলমারীতে কালি মন্দিরের চারটি প্রতিমার অঙ্গ-প্রত্যঙ্গ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা এলাকায়। বুধবার রাতে মুদাফৎথানা সার্বজনীন কালি মন্দিরের কালিসহ ৪টি প্রতিমার হাত ও জিহবাসহ বিভিন্ন অঙ্গ ভাংচুরের এ ঘটনা ঘটেছে। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে মুদাফৎথানা সার্বজনীন কালি মন্দির পরিদর্শন করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল-বি আল মাহমুদ, চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম, ওসি তদন্ত প্রানকৃষ্ণ দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কর্ণধর বর্মা প্রমুখ।
ঘটনাস্থল পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এলাকাবাসীর মাঝে ধর্মীয় সম্প্রিতির অবনতি ঘটতে পারে এমন আচরণ ও কথাবার্তা থেকে এলাকাবাসীকে বিরত থাকতে বলেন। ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথাও জানান তারা।