জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোছর হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান তাৎক্ষনিক সহকারী কমিশনার(ভূমি) মো.গোলাম ফেরদৌসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন ৩ জুলাই শনিবার দুপুরে সহকারী কমিশনার ( ভূমি ) মো.গোলাম ফেরদৌস উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কোদাল ধোওয়া ব্রীজের পশ্চিম পাশ্বে ৫ টি ও পূর্ব পাশ্বে একটি মোট ৬টি ড্রেজার মেশিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেঙ্গে ফেলেন। এসময় উপস্থিত ছিলেন, চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রাণ কৃষ্ণসহ থানা পুলিশ এবং এলাকাবাসী।