এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
কুড়িগ্রামের চিলমারীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মে) বিকালে উপজেলার মজাইডাঙ্গা গ্রামে মিজানুর রহমানের শিশু কণ্যা মাহিয়া আক্তার (৫) গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়ায় আম কুড়ানোর জন্য বাড়ী হতে বের হয়ে রাস্তা পাড় হওয়ার সময় সামনে থেকে আসা একটি অটো রিক্সার ধাক্কা দিলে শিশুটি চাকার নিচে পরে যায়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।