মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি আব্দুল কাদের।
হাজার হাজার জনতা অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সাবেক সাংসদ বিএনপি নেতা আব্দুল কাদের শিকদারকে। শুক্রবার (২১ মে) দুপুর ৩টায় নাকশি-মাদরাসা হাইস্কুল মাঠে সাবেক তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুপুর আড়াইটায় দলীয় পতাকায় মোড়ানো নেতার মরদেহ স্কুলমাঠের পশ্চিম পাশে রাখা হয়। হাজারো মানুষ জানাজায় অংশ নেন।
এসময় বক্তব্য দেন, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নজরুল ইসলাম মনজু, খুলনা বিভাগীয় সহকারি সাংগঠনিক সম্পাদক অমিত ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের (খুসিক) সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. সোহরাব হোসেন বিশ্বাস, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সমাজসেবক গোলাম মর্তুজা স্বপন, সমাজসেবক মো. রেজাউল আলম, বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ফায়েফুজ্জামান ফিরোজ, ভাই আকাতার শিকদার প্রমুখ।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও পুষ্পমাল্য দেয়া হয়।
পরিবার জানায়, অনেক দিন ধরে তিনি চোখের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার অসুস্থ বোধ করলে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত ১২ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।