মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ঃ
নড়াইলে চাল,ডাল,তেল,গ্যাস, পানি, বিদ্যুৎ সহ প্রয়োজনীয় নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণ-অনশন হয়েছে। নজরুল ইসলামের সভাপতিত্বে বুধবার ( ৩০ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বি এনপি) আয়োজনে এ গণ অনশন হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপির) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক, সুলতানা জাম্মান সেলিম কাজি প্রমুখ। এ সময় বিএনপির কর্মী সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।