নিজস্ব প্রতিবেদঃ
প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথম দিনে কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রেওয়াজ অনুযায়ী ৩১ শে ডিসেম্বর রবিবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় আজ ১লা জানুয়ারী ২০২৪ইং সোমবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও নতুন বই বিতরন করা হয়৷
অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষিকা শিবানী ভট্টাচার্যের সঞ্চালনায় ও নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন রোটাঃ আবুল ফয়েজ,অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজরুল ইসলাম, সদস্য আব্দুন নুর, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শক্তি রানী দে,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পূর্ণিমা রানী,সহকারী শিক্ষিকা হাফছা বেগম, অফিস সহকারী মনোরঞ্জন নাথ সহ কমিটির অন্যান্য সদস্য ও অবিভাবকবৃন্দ।