বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথের চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী( সঃ)পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ উপলক্ষে হামদ,নাত,ক্বেরাত ওকুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীদের গাওয়া হামদ,নাত ও ক্বেরাতে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় ক্যাম্পাস।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালেক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রোশন আলী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী( সঃ) এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মাওঃ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক আলমগীর ইসলাম, লাভলুর রহমান, মাওলানা মো: রুবেল আহমেদ, সত্যবান রায়, বিমল কুমার পালসহ প্রমুখ।