মোঃ আশরাফুলল ইসলাম খুলনা সদর প্রতিনিধি: ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল, ভোট কারচুপি, নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম নির্বাচন বর্জন করে সুষ্ঠু পরিবেশে পুনঃনির্বাচনের দাবি করেছেন। তিনি রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান এর নিকট একটি লিখিত অভিযোগ তার হাতে তুলো দেন।
অভিযোগ রয়েছে নগরীর পাহাড়তলী রেলওয়ে স্কুল ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কৃষ্ণ শেখর দত্ত হাতপাখা প্রতিকের পোলিংএজেন্ট দের কাগজপত্র সহ তাদেরকে সরকারদলীয় লোকজনের হাতে তুলে দেওয়ার সময় হাতপাখার প্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম এর হাতে নাতে ধরা পড়ে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রিজাইডিং অফিসার নানা ছলচাতুরি করে দায় এড়ানোর চেষ্টা করছেন। তাছাড়া নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডে প্রতিটি ভোট কেন্দ্রে হাতপাখার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলেও মিডিয়ার সামনে তারা তাদের ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এছাড়াও হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে ২৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে একজন হাতপাখায় ভোট প্রদানকারীকে চরমভাবে আঘাত করে তার পোশাককে ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে ।
এছাড়া বিভিন্ন অভিযোগ সংঘর্ষ ও অনিয়মের অভিযোগ করে দলটি এই নির্বাচন বর্জন ও সুষ্ঠু পরিবেশে পুনঃনির্বাচনের দাবি করেছে।