বিশ্বনাথ প্রতিনিধিঃ ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এমনই স্লোগানে কাজ করছে আর-রহমান এডুকেশন ট্রাষ্ট’ ইউ কে।
দুস্থ চক্ষুর রোগী সিলেটের বিশ্বনাথ উপজেলার এলাহবাদ (তেলিকোনা) গ্রামের নিজাম উদ্দিনের মেয়ের একটি চক্ষু অপারেশনের জন্য ট্রাষ্টের পক্ষে সহায়তা হিসেবে তার অভিভাবকের হাতে নগদ ১২ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
আজ ১৯-০১-২০২১ মঙ্গলবার এলাহাবাদ রহমান মঞ্জিলে সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয় রোগীর অভিভাবকের হাতে।
ইতিমধ্যে রোগীর ২টি চক্ষুর অপরেশন করতে ডাক্তার পরামর্শ দিয়েছেন। যাতে খরচ লাগবে ৩০ হাজার টাকা। অভাব অনটনের সংসারে তার পরিবারের কর্তাব্যক্তির পক্ষে অপারেশনের এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই টাকা যোগাড় করতে না পারায় সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেন তার পরিবার। তাদের আহবানে সাড়া দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্টিত আর-রহমান এডুকেশন ট্রাষ্টের পক্ষে একটি চক্ষু অপারেশনের জন্য আর-রহমান এডুকেশন ট্রাষ্টের স্থায়ী সদস্য স্বপ্না খাতুন নগদ ১২ হাজার টাকার এই সহায়তা প্রদান করেন।
রোগীর অভিভাবকের হাতে সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন ট্রাষ্টের বাংলাদেশ সেক্রেটারি এম মাসুদ আহমদ, অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান ও আলোর কুঁড়ির সদস্য আজিমুর রহমান তোয়াছিন।
অনুদান প্রদানের সময় ট্রাষ্টের পক্ষে নিম্নোক্ত কথায় সমাজের বিত্তবানদের আহবান জানিয়ে বলেন; মহান আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা। তাঁর সৃষ্টিকুলের মধ্যে কিছু সৃষ্টিকে আমরা কখনো অস্বাভাবিক দেখতে পাই। এতে তাঁর বিশেষ উদ্দেশ্য ও মহান রহস্য বিদ্যমান। কোরআন ও হাদিসের আলোকে এই সৃষ্টির রহস্য হলো প্রথমত, বান্দা যেন তাঁর ক্ষমতা সম্পর্কে জানতে পারে, তিনি যেমন স্বাভাবিক সুন্দর সৃষ্টি করতে সক্ষম, তেমনি এর ব্যতিক্রমও করতে সক্ষম। দ্বিতীয়ত, আল্লাহ যাকে বিপদ-আপদ থেকে নিরাপদ রেখেছেন; সে যেন নিজের ওপর আল্লাহর দয়া ও অনুকম্পাকে স্মরণ করে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে। কারণ, আল্লাহ চাইলে তার ক্ষেত্রেও সে রকম করতে পারতেন। তৃতীয়ত, প্রতিবন্ধী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সমস্যার বিনিময়ে তাঁর সন্তুষ্টি, দয়া, ক্ষমা ও জান্নাত দিতে চান। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ‘আমি যার প্রিয় চোখ নিয়ে নিই, অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং নেকির আশা করে; আমি তার জন্য এর বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট হই না।’ (তিরমিজি, হাদিস নম্বর ১৯৫৯)। আল্লাহ আমাদের এই দান কে কবুল করুন । এবং সমাজের বিত্তবানরা যেন অসহায় দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্য সহযোগীতা করেন এই কামনা করি।