মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ খুলনা জেলার উপকুলে জোয়ারের পানিতে বেড়ীবাঁধ ভেঙ্গে জলোচ্ছ্বাসের আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে খুলনার কয়রা উপজেলা পাইকগাছা ও দাকোপ বটিয়াঘাটা বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙ্গে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে । দাকোপ উপজেলার সদর চালনা পৌরসভার পানখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঝপঝপিয়া নদীর বেড়িবাঁধ নরবড়ে হয়ে কিছু অংশ ভেঙে পড়ছে। আতঙ্কে চালনাসহ আশপাশের এলাকার মানুষ। এলাকাবাসী নিজ উদ্যোগে বাধ মেরামতের চেষ্টা করছেন । চালনা পানখালি ১ নং ওয়ার্ড এলাকা থেকে নদী ভাঙ্গন সৃষ্টি হলে চালনা পৌরসভাসহ পানখালী ইউনিয়নে পানিতে প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হওয়ার আশংকা রয়েছে। এছাড়াও উপজেলার কামনীবাসীয়া ও গড়খালী এলাকা এবং আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়রা উপজেলা দক্ষিণ বেদকাশী মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও পাইকগাছা উপজেলার সোলাদানা ও দেলুটি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে হাজার হাজার মানুষ। এসব এলাকার মানুষের দাবী টেকসই বেড়িবাঁধের এবং ক্ষতিগ্রস্ত ভেড়িবাধ পুনঃসংস্কারের দাবি এলাকার মানুষের। এই তিন উপজেলার ৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন।