আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের আব্দুল্ল্যাহ (খকন) গাজীর ছোট ছেলে হাফেজ মোঃ আল আমিন আর নেই। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর। সে গাবুরা দৃষ্টিনন্দন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। ২০২১ সালে হাফেজ হওয়ার পর আস্তে আস্তে তার দুই চোখের দৃষ্টি হারিয়ে যায়। এবং অন্ধ অবস্থায় মাদ্রাসা থেকে মাথায় পাকড়ী বেঁধে দেন হুজুররা।
হাফেজ অন্ধ আল আমিন এর একটা ভিডিও দেখে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এবং বিদেশি একটি সংস্থা আল আমিনের চুক্ষু চিকিৎসার জন্য সহযোগিতা করেন। তারপর আলামিনের চুক্ষু চিকিৎসা হয়। সে সাতক্ষীরা একটা মাদ্রাসায় ভর্তি হয়। তারপরে হঠাৎ এক সপ্তাহ ধরে জ্বর বমি করতে গিয়ে পেটের নাড়ি নাকি উল্টে গিয়েছিল। সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন পরে সেখানে তার মৃত্যু হয়।
গাবুরা অন্ধ শিশু হাফেজ হিসেবে আল আমিন পরিচিত হয়েছিল। এমন মহতী শিশু হাফেজের ইন্তেকাল গাবুরাসহ শ্যামনগর উপজেলার তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বুধবার দুপুর থেকেই তার মৃত্যুর খবর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মরহুমের জানাজা বৃস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে গাবুরা শেখ বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।পরে তার নিজ গ্রামে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে মা-বাবা ভাই-বোন অসংখ্য আত্মীয় স্বজনদের রেখে গেছেন।