এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রাম পুলিশ সুপারের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ কুড়িগ্রামের রাজীবপুরে চারটি গাঁজার গাছ সহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
২০ আগষ্ট শুক্রবার বিকেলে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনের চর এলাকার এনামুল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ির ভেতর লাগানো চারটি গাঁজার গাছ উদ্ধার করে ও তাকে আটক করে পুলিশ।
আটককৃত মোঃ এনামুল হোসেন (৪০) পিতা মৃত এফাজ উদ্দিন । সে দীর্ঘদিন থেকে মাদক কেনাবেচার কাজে জড়িত বলে জানিয়েছেন থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।
Leave a Reply