সাইফুদ্দিন, পটুয়াখালী প্রতিনিধিঃ
গলাচিপায় কোচিং সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পুলিশ ফোর্স নিয়ে কোচিং বাণিজ্য প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিভিন্ন কোচিং সেন্টারের হানা দিয়ে শিক্ষকদের কোচিং না করানোর কড়া হুশিয়ারী ও সতর্ক করে দিয়েছেন।
এসময় মধ্য হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নান্নু মিয়া’কে হাতেনাতে শিক্ষার্থীসহ কোচিংয়ে পাওয়া গেলে মোবাইল কোর্ট তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারি ম্যাজিস্ট্রেট জানান এ অভিযান অব্যাহত থাকবে।