বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গমরাগুলের বাসিন্দা রুবেল মিয়াকে পাকাঘর নির্মাণে যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ ১২ মার্চ রোজ শনিবার বিকেলে দরিদ্র রুবেল মিয়াকে পাকাঘর নির্মাণের জন্য ট্রাস্টের পক্ষ থেকে বাংলাদেশে ট্রাস্টের প্রতিনিধিগণ সরেজমিনে উপস্থিত হয়ে উপকরণ সামগ্রীর মেমো তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনগর হ্যাল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক আ ক ম এনামুল হক মামুন, খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, সালেহ আহমদ সাকিক কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, ট্রাস্টের কোষাধ্যক্ষ মামুন আহমদ, খাজাঞ্চি রেল স্টেশন বাজারে বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সংগঠক ইরন মিয়া,ও সংগঠক জাকির হোসেন প্রমুখ।
নির্মাণ সামগ্রী পেয়ে দরিদ্র রুবেল মিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বৃটেনের ডরসেটের স্থায়ী বাসিন্দা, খাজাঞ্চি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি, দানবীর আহমেদ সেলিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সবার উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ও প্রতিষ্ঠাতা আহমেদ সেলিম এই সমাজের জন্য আলোকবর্তিকা স্বরূপ। তিনি এবং তিনির প্রতিষ্ঠিত ট্রাস্ট এলাকার দুস্থদের পাশে থাকে সবসময়। আমি দোয়া করি আল্লাহ যেন তাঁহার এমন সমাজসেবামূলক কাজের পরিধি আরো বেশি করে করার তাওফিক দান করেন।
Leave a Reply