রাকিব হোসেনঃ প্রতিদিন রাত হলে সাধারণ অসহায় রিকশা চালক, খেটে খাওয়া মানুষের পাশে খিচুড়ি নিয়ে বেরিয়ে পড়েন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রংপুর মহানগর শাখার সভাপতি কামরুল হাসান।
গতকাল বৃহস্পতিবার ৮ই জুলাই-২০২১ রাতে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রংপুর মহানগর শাখার সভাপতি কামরুল হাসান রংপুর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, রংপুর লালবাগ এলাকায় ভাসমান ছিন্নমূল রিক্সা চালক ও দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রংপুর মহানগর শাখার সভাপতি কামরুল হাসান জানিয়েছেন চলমান লকডাউনে সামর্থ্যবানরা ঠিকঠাক চলতে পারলেও দেশের এক বৃহৎ জনগোষ্ঠী চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। এদের মধ্যে দিনমজুর,রিকশা চালক, ছিন্নমূল মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এসব ছিন্নমূল ও করোনাকালীন সময়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাত হলেই নিজের সামর্থ্য অনুযায়ী রংপুরের পার্কের মোড়, লালবাগ এলাকা অথবা অন্যকোনো জায়গায় প্রতিরাতে গড়ে শতাধিক মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করি। যাতে করোনাকালীন সময়ে এই অসহায় দরিদ্র মানুষগুলো একরাত খেয়ে কাটাতে পারে।
খাবার বিতরণের সময় তার সহযোগী এক সদস্য মজিনুর ইসলাস বলেন, গত বছর করোনা মহামারীর শুরু থেকেই কামরুল হাসান ছিন্নমূলদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। নতুন করে লকডাউন দীর্ঘায়িত হওয়ায় তিনি আবার অসহায়দের পাশে থাকার চেষ্টা করছেন। কামরুল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবেন তিনি।