মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ খুলনা শহরের ৩১নং ওয়ার্ড লবণচরা বান্দা বাজারে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লবনচরা বাজার তাফসিরুল কোরআন মাহফিল এন্তেজামিয়া কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রবি সোম ও মঙ্গলবার, স্থানীয় বাজার সংলগ্ন মন্টু সাহেবের মাঠে ৩দিন ব্যাপী ৮ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১৬ ই ফেব্রুয়ারী মাহফিলের সমাপনী দিন ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। খুলনার ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু ও আলহাজ্ব মোস্তফা কামাল এবং জনাব জিয়াউল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদারের পরিচালনায় ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাওঃ মোহাম্মদ গোলজার হোসাইন ,খুলনা জেলা রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের সেক্রেটারি, লবণচরা রহমানিয়া জামে মসজিদের খতিব লবণচরা ইব্রাহিমিয়া বহুমুখী মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট মোফাসসিরে কুরআন হাফেজ মাওঃ মুফতি আশরাফুল ইসলাম, নগরীর ফুলবাড়িগেট মাদ্রাসার মাওলানা মুফতি মোঃ জাহিদুল ইসলাম, লবণচরা মাথাভাঙ্গা সিদ্দিকিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন যশোরী, মাথাভাঙ্গা আকুঞ্জি মসজিদের ইমাম মাওলানা শাহবাজ হোসেন ও কারি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম হোসেন । মাহফিলে এলাকার শত শত মুসল্লী অংশগ্রহণ করেন এবং আখেরি মোনাজাতে শরিক হন।