মোঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ নভেল করোনাভাইরাস সংক্রমণের হটস্পট এখন খুলনা। এ বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে । সচেতনতার ও স্বাস্থ্যবিধি না মানার কারণে খুলনায় করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। করোনাভাইরাস এর সংক্রমন কমানোর লক্ষ্যে নগর ও জেলায় এবার ঘোষণা করা হয়েছে সাত দিনের কঠোর লকডাউন।
আগামী ২২ জুন মঙ্গলবার থেকে পরবর্তী ৭দিন খুলনা মহানগর ও জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে খুলনা জেলা প্রশাসন।
আজ শনিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
খুলনাতে করোনা সংক্রমন ও মৃত্যু হার আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রবিবার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, কঠোর লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পুর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সকল দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, জনপ্রতিনিধি ও রাজনীতিকরা একত্রে কাজ করবে।