মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃখুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন কলোনী এলাকায় ৭৩ বছরের এক বৃদ্ধাকে ৫মিনিটের ব্যবধানে একসাথে দু’বার করোনা টিকা দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১২টার দিকে ৭৩ বছর বয়সী জহুরা বেগম নামে এক বৃদ্ধার ক্ষেত্রে এ ঘটনা ঘটে।
শনিবার ওয়ার্ড ভিত্তিক গণটিকাদান কর্মসূচীতে মডার্নার টিকার প্রথম ডোজ খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্র –২ এর অস্থায়ী কার্যালয় সোনাডাঙ্গা ময়লাপোতা ঈদগাহ কেন্দ্রে এই অভিযোগ উঠেছে।
জহুরা বেগম জানান তিনি খুলনার ১৭নং ওয়ার্ডের সোনাডাঙ্গার ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বসবাসরত মুনসুর আলী খাঁর স্ত্রী । বাসার পাশেই হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাকেন্দ্রে টিকা নিতে যান। সেখানে ৫ মিনিটের ব্যবধানে পর পর দুই জন টিকা কর্মী তাকে দু’বার টিকা দিয়েছেন।
শনিবার টিকা দিয়ে বাসায় এসে জহুরা বেগম দুইবার টিকা নেওয়ার বিষয়টি বলেন। তিনি বলেন প্রথমে সোহানের বউ (টিকাদানকারী) আমার বাম হাতে টিকা প্রদান করেন পরে চলে আসার সময় পরিচিত রুবেল নামে এক যুবক আমাকে ডাক দিয়ে চেয়ারে বসায় এরপর অন্য আরেকজন টিকাদানকারী আমাকে দ্বিতীয়বার টিকা পুশ করে।
আমি জানতাম না টিকা একবারে দুইটা নিতে হয় না একটা নিতে হয়।
দুইবার টিকা নেওয়ার ফলে বুকে ব্যথা ও মাথা ঘোরছে বলে অভিযোগ করেছেন ঐ বৃদ্ধা।
ওই বৃদ্ধার ছেলে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত রফিকুল ইসলাম বলেন মাকে দুইবার ভ্যাকসিন নেওয়ার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।
খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ কে এম আবদুল্লাহ বলেন আমি বিষয়টি শোনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার হালদার কে খোঁজখবর নিতে বলেছি
তিনি টিকা গ্রহীতা ,ওয়ার্ড কাউন্সিলর ,টিকাদাকারী ও সুপারভাইজারের সাথে তিনি কথা বলবেন।