মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ মহানগরীর জোড়াগেট এলাকায় কেসিসির উদ্যোগে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ কোরবানীর পশুর হাট উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে জোড়াগেটে কোরবানীর পশুর হাটের ফিতা কেটে উদ্বোধন করেন খুলনা মহানগর আ’লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা।
হাট পরিচালনা কমিটির আহ্বায়ক শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশুর হাট পরিচালনায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে। আগতদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, জীবাণুনাশক ব্যবহার ও সামাজিক দূরত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিবারের মতো এবারও হাটে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা বিধান করা হবে। হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হন, এজন্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে।
গত বছর কেসিসির পশুর হাটে ছয় হাজার ১৬৯টি পশু বিক্রি হয়। এর মধ্যে ছিল ৪৭৭২টি গরু, ১৩৬০টি ছাগল ও ৩৬টি ভেড়া। এ থেকে কেসিসি রাজস্ব আয় হয় এক কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৭ টাকা।