মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি : খুলনায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লবনচরা থানার সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ( ২৫ অক্টোবর) সকাল ৮টায় নগরীর জিন্নাপাড়া হযরত আবু বক্বর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ থানা সভাপতি মাওলানা ফজলুল কাদেরর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি মাসুম বিল্লাহ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুফতি আলী আহমদ ও নগর প্রচার সম্পাদক মুফতি আমিরুল ইসলাম,
নেতৃবৃন্দ বলেন আল্লাহ তায়ালার প্রিয় হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী (সঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স সারা বিশ্বের কোটি কোটি মুসলমানের অন্তর ক্ষতবিক্ষত করেছে। ফ্রান্স মানবতার দুশমন, ফ্রান্সের সাথে বাংলাদেশের সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও ওআইসি কে ফ্রান্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান। জানান সভায় আরো উপস্থিত ছিলেন
লবনচরা থানা সংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ মুফতি আশরাফুল ইসলাম,মুফতি আল আমিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শাহ আলম, মুফতি আরিফুল ইসলাম,
সভায় আগামী
৫ ই নভেম্বর নগরীর ফুলবাড়িগেট জামিয়া ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসা আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর উপস্থিতিতে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা সফল করার আহ্বান জানানো হয়।