মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলা পরিষদ উপনির্বাচন এবং রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড ও ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ২ ও ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৯ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত যানবাহন ও নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে আগামী ১৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ ২১ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বেবী ট্যাক্সি, অটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সী ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান ও স্পিড বোট এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনি এজেন্ট, দেশি, বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।