মুফতি আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে খুলনা জেলার আওতাধীন দিঘলিয়া উপজেলা এবং ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে ১৮ আগষ্ট শুক্রবার সকাল দশটায় উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখা সভাপতি মুফতি মোহাঃ আঃ আজমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মুঃ ইউসুফের পরিচালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলাঃ
১৮ আগষ্ট শুক্রবার বিকাল তিন টায়, উপজেলার অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল হুদা সাজু এর সভাপতিতে ও সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম এসকেন্দারর পরিচালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক দুইটি উপজেলায় অনুষ্ঠিত তৃনমূল প্রতিনিধি সম্মেললনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগ ) মুফতি দেলওয়ার হুসাইন সাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওঃ মোহাঃ আবদুল্লাহ ইমরান এবং জেলার শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব, জেলা শাখার শিক্ষা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার, জেলার অর্থ সম্পাদক মোহাঃ মুহিব্বুল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুঃ আসাদুল্লাহ হামিদী, জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ আবু রাইহান, এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ শহীদুজ্জামান, মুফতি মোঃ জাকির হোসেন, মাওলানা ইয়াকুব আলী, ফেরদাউস মোল্লা, আব্দুল জব্বার খান, মোহাঃ রফিক হোসেন, মাওঃ হুমায়ুন কবির, হাফেজ আনিসুর রহমান, ডাক্তার শহিদুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন,মোঃ আবু জাফর, মাওলানা ফরিদ আহমেদ, যুব নেতা মাওলানা ফজলুল করিম, মোঃ হুসাইন আহমদ লিটন, মোহাম্মদ, ওয়াহিদুজ্জামান মোঃ আইয়ুব আলী, মোঃ ইব্রাহিম, প্রমূখ।