মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ খুলনা জেলার দাকোপের পানখালী ইউনিয়নে লক্ষীখোলা ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
গতকাল রাতের জোয়ারে পানখালী ইউনিয়নের লক্ষীখোলা পীচের মাথা এলাকায় মাঙ্গা নদী তীরের ওয়াপদা ভেড়িবাঁধ ভয়াবহ ভাঙন দেখা দেয়। এবং মূল বাঁধের প্রায় ২০০ ফুট এলাকার ৮৫ শতাংশ ভেঙে মাঙ্গা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। আজ সকালে ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।
তিনি তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতে ভেঙে যাওয়া বাঁধের পিছন দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মানের উদ্যোগ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভাঙনের তীব্রতায় আতঙ্কিত এলাকাবাসী । তবে পানি উন্নয়ন বোর্ড যে কোন ভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে ৩১নং পোল্ডারের লক্ষীখোলা,মৌখালী,খাটইল, তিলডাঙ্গা,খোনা প্লাবিত হওয়ার ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী ।
চলমান আমন মৌসুমে ফসলি ক্ষতির আশঙ্কায় ভেঙে যাওয়া বাঁধ নির্মানে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পানখালী ইউনিয়ন বাসী।