মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনার দাকোপ উপজেলা শাখার সম্মেলন আজ শনিবার (২৩শে জানুয়ারী) সকাল ১০টায় দাকোপ উপজেলাস্থ খাটাইল অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক বিল্লাহ এর সঞ্চালনায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলার সভাপতি মুহাম্মদ নাজমুস সাকিব।
প্রধান অতিথি তার আলোচনা বলেন, “ঘুনেধরা এই সমাজ ব্যাবস্থার পরিবর্তন করতে একদল আদর্শবান ছাত্র সমাজের বিকল্প নেই”।
প্রধান অতিথি তার আলোচনা শেষে দাকোপ উপজেলার ২০২০ সেশনের কমিটিকে বিলুপ্ত করে ২০২১ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে আঃ রহমান, সহ-সভাপতি হিসাবে মুসাদ্দেক বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রওশন হাবিব এর নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলার সাধারণ সম্পাদক এইচ এম ইনামুল হাসান সাঈদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা মোঃ ওবায়দুল্লাহ ও ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি মাষ্টার রফিকুল ইসলাম।
উপজেলা সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন উপজেলা আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা দায়িত্বশীল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।