আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন গতকাল ২০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ টায় তেরখাদা বাজারে অস্থায়ী কার্যালয় উপজেলা সভাপতি মাওলানা ফয়জুললাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ আব্দুল হাফিজ এর পরিচালনায় অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম।
উপস্থিত ছিলেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম মামুন ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ নাজমুস সাকিব। সভা শেষে আগামী ২০২১-২২ সেশনের জন্য মাওলানা মোঃ ফয়জুল্লাহকে সভাপতি এবং আলহাজ্ব শেখ আব্দুল হাফিজ কে সেক্রেটারি করে উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি অনুষ্ঠান শেষে কমিটির নতুন দায়িত্বশীলদের
শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে সভা শেষ হয়।