মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ (৮ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টার দিক মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোঃ আমিনুল ইসলাম ( ৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০) নিহত ২ জনের বাড়ী ডুমুরিয়া উপজেলায়। স্থানীয়রা জানান সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস খুলনা আসার পথে ডুমুরিয়া মহিলা কলেজ এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান সড়কের বিপজ্জনক বাকে যাত্রী নিয়ে মহেন্দ্র টি হাইওয়ে রোডে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ পাঠানো হলে পথেই মারা যান চালক মোঃ আমিনুল ইসলাম ও যাত্রী মোঃ মিজানুর রহমান। আহত হওয়া আর একজনের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।
Leave a Reply