মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমিনুর রহমান (৫২) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি খানজাহান আলী থানা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গতকাল ১৯ জানুয়ারি রাতে নগরীর মিরেরডাঙ্গা জামিয়া কারিমিয়া মাদ্রাসা সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পাট বোঝাই একটি ট্রাক (৳-১১-০৯১৪) যশোর থেকে খুলনা আসার পথে মাদ্রাসার সামনে খুলনাগামী যাত্রীবাহী মাহিন্দ্র (খুলনা মেট্রো ১১-০৮৩৭) কে ওভারটেক করতে যেয়ে ধাক্কা লাগলে এতে মাহিন্দ্র থাকা যাত্রী ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ট্রাক ও মাহিন্দ্রা পুলিশ হেফাজতে রয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার জানান দুর্ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও দৌলতপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।