মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ১৬ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর ডাকবাংলা মোড়ে মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও যশোরে মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ৭১ টিভির বিভিন্ন সময় ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রফিকুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা সাইদুর রহমান, মুফতি ওলিউল্লাহ মাহমুদ, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মহিব্বুল মুরসালিন প্রমুখ। সমাবেশ শেষে একটা বিশাল মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।