মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধি: আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে রং সংরক্ষিত ১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রোক্সনা কালাম লিলি র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় সিটি করপোরেশন এর মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর আহ্বানে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জনবহুল ৩১ নম্বর ওয়ার্ডের মসজিদের ইমাম মুয়াজ্জিন সভাপতি ও সেক্রেটারিদের সাথে লবণচরা সুইচগেট আল-আমিন জামে মসজিদে ওয়ার্ড সভাপতি আলহাজ্ব জিয়াউল ইসলাম মন্টুরং সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারি নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সেক্রেটারি এমডি এ বাবুল রানা , খুলনা জেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, ৩১নম্বর ওয়ার্ড ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা সেলিম রেজা, মাওলানা শাফায়াতুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম মোঃ ফারুক হোসেন, আলহাজ্ব আবুল হাসান, আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্রার্থীর বিজয় কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।