মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি: ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকাল ৫ টায় ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ড সভাপতি শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও কাজী মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি গাজী মুরাদ হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মদ শাহিন আলম, আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের মোল্লা, মুফতি আশরাফুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে শেখ নাসির উদ্দিনকে সভাপতি কাজী মিনরুল ইসলামকে সেক্রেটারি করে ৩১নং ওয়ার্ড ইসলামী শ্রমিক আন্দোলনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।