আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ আজ ১০ই মার্চ বিকাল ৩ টায় জেলা নগর কার্যালয়ে জেলা সভাপতি মুহাম্মদ নাজমুস সাকিব এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম ইসলাম আবীর এর সঞ্চালনায় ইসলামী শাসনতন্র ছাত্র আন্দোলন খুলনা জেলা নগরের যৌথ ব্যাবস্থাপনায় দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়তুল্লাহ প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় দাওয়াহ ও অফিস সম্পাদক সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, “প্রশিক্ষিত কর্মীবাহিনী ও প্রশিক্ষিত দায়িত্বশীল ছাড়া ঘুণে ধরা সমাজব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়”।
দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম, কেএম মাহমুদুল হাসান, মঈনুদ্দিন, ইনামুল হাসান সাঈদ, ফরহাদ মোল্লা ,আহমা আবু বকর, আবু রায়হান, মাহাদী মুন্না, সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, নাইমুল ইসলাম, আব্দুল্লাহ, হাবিবুল্লাহ মেছবাহ, রফিকুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।