এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
৪ ডিসেম্বর শনিবার তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কুড়িগ্রাম জেলা কৃষকদল ও ছাত্রদলের পৃথক দুইটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে সারাদেশের ন্যায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পোস্ট অফিস পাড়া বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুবকর সিদ্দিক। অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়াস্থ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পৃথক দুইটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুবকর সিদ্দিক, কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপর দিকে
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।