সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ; আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সংগীতকে সম্মান জানিয়ে দেশবাসী সহ আমার জন্ম মাটি প্রাণপ্রিয় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, আলহাজ্ব আরশ আলী গনি।
অভিনন্দন বার্তায় আরশ আলী গনি বলেন; ঈদের যে মহান শিক্ষা, সেই শিক্ষায় আমাদের গোটা জীবনকে রাঙিয়ে তুলতে হবে। সাজিয়ে তুলতে হবে সুন্দর সৌরভে। আজকের দিনের মতো বছরের প্রতিটি দিন হোক আমাদের জন্য ঈদ। ঈদের খুশি ও আনন্দে কাটে যেন আমাদের আগামীর প্রতিটি মূহুর্ত। মহান রবের এই অসীম নিয়ামতের ছায়াতলে সফল যেন হয় আমাদের জীবন।
তিনি আরো বলেন; মায়া,মমতা আর মহব্বতের মাধ্যমে বুকে টেনে নাও নিবিড় ভাবে পাশের গরীব,অসহায়,মানুষদেরকে।