বিশ্বনাথ থেকে বিশেষ প্রতিনিধি: সিলেট -২( বিশ্বনাথ – ওসমানীনগর) আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান আজ ২২ ডিসেম্বর বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলীকোনা হতে পাহাড়পুর, নুর পুর, ভাট গাও, ফুলচন্ডী রেল লাইন পর্যন্ত কাচা রাস্তা পরিদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ এলাকার এই রাস্তাটি মাটি ভরাট করে প্রশস্ত সহ পাকা করণের দাবী জানিয়ে আসছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের পর আশ্বাস পেলেও বাস্তবে কেউ কোন প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে আসেননি। অবশেষে মাননীয় সংসদ সদস্য রাস্তাটি উন্নয়নের লক্ষে পরিদর্শন করেছেন। সংসদ সদস্যের পরিদর্শন কালে এলাকাবাসির পক্ষে দ্রুত সময়ে রাস্তাটি প্রশস্ত সহ পাকা করণের জোর দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া, আলমাছ আলী, সামছূউদ্দিন, কালা মিয়া, আফতাব মিয়া, তরুণ সংগঠক আল মামুন, সাংবাদিক নুর উদ্দিন ও রংধনু ক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।