সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথের খাজাঞ্চিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপির) অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সহ ছাত্রদল ও যুবদলের প্রায় কুড়ি জন নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন।
আজ (১৮ জানুয়ারি) দুপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ হয়ে বৃহত্তর সিলেট জেলা আওয়ামী পরিবার জেদ্দা সৌদি আরব শাখার সভাপতি,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আরশ আলী গনি র হাত ধরে তার বাসভবনে এসব নেতা কর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীগন হলেন যথাক্রমে, খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সহ সভাপতি তালুকদার মর্তুজ আলী,সহ সম্পাদক তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি ইমাদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন আহমদ শিকদার, ছাত্রদল খাজাঞ্চি ইউনিয়ন শাখার সদস্য মোহাম্মদ, ইউছুফ আলী,আমীর আলী,খচরু মিয়া,মারুফ আহমদ, মামুন আহমদ, রেদওয়ান আহমদ,আমজাদ আহমদ,সাহেদ আহমদ প্রমূখ।
পরিশেষে যোগদানকারী সকলকে ফুল দিয়ে বরণ করে নেন আরশ আলী।