সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে:
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরা গোল নতুন জামে মসজিদ নির্মাণে ভিত্তি স্থাপন করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল ) বিকেলে এ মসজিদ নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার মুহাদ্দিস ও গোমরা গুল পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি সাইফুর রহমান সাইফী, জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার নাজিম হযরত মাওলানা ইমদাদুল হক, খাজাঞ্চী রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ,হযরত মাওলানা আব্দুর রহমান,গোমরা গোল উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক,গ্রামের মুরব্বি শওকত আলী,আব্দুন নুর,আব্দুর রউফ, আব্দুল হক,আনছার মাহমুদ গণি,বাদশা মিয়া,প্রবাসী দুলাল মিয়া, সফিক মিয়া,মাসুক মিয়া, আপ্তাব আলী,রাসেল মাহমুদ, আব্দুল মালিক,লালা মিয়া, আলতাবুর রহমান,আব্দুল হান্নান,এসাদ আলী,লাল মিয়া,জমির আলী,রুহেল আহমদসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
ভিত্তি স্থাপন পরে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি সাইফুর রহমান সাইফী।