সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ (সিলেট) থেকে:
চলমান পবিত্র রামাদ্বান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারেও সিলেটের বিশ্বনাথে ১১২ জনেরও বেশী গরীর ও অসহায় মানুষের মধ্যে ফুড প্যাকেট, নগদ অর্থ ও গৃহ মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে।
৩০ শে মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁওয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছমরু মিয়ার বাড়ীতে ট্রাস্টের ইউকের প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন, ডাইরেক্টর আফছর উদ্দিন,আনছার উদ্দিনসহ তাদের পরিবারের অর্থায়নে ১ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ,রমজানের ফুড প্যাকেট ও সাত বান ঢেউটিনসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল বিভিন্ন জনের মধ্যে বিতরণ করা হয়। ফুড প্যাকেটের মধ্যে ছিল,১০ কেজি চাল,২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল,১ কেজি ছোলা ও ১ কেজি সয়াবিন।
এর আগে বাংলাদেশ শাখার পরিচালক ও ট্রাস্টি মোস্তাক আহমদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন পূর্ববর্তী এক আলোচনা সভায় বক্তারা বলেন,যে মানুষ মহান মাবুদের সৃষ্ট জগতকে ভালবাসে,সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসে তার সে কাজই শ্রেষ্ঠ এবং প্রশংসনীয়। সেবার জন্য কাজ করলে সমাজ জীবন সুখের হয়।আর এ লক্ষ্যেই আলহাজ্ব ছমরু মিয়া কল্যান ট্রাস্ট ইউকে প্রতিবছর প্রতিবেশী আত্মীয় স্বজন এবং সমাজের অসহায় গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অবিরত কাজ করে যাচ্ছে। আর সে ধারাবাহিকতায় এবারও তার ব্যতিক্রম নয়।মানব সেবায় ট্রাস্টের কার্যক্রম বহমান থাকায় সকলেই ভুয়সী প্রশংসা করেছেন।
উক্ত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, আলহাজ্ব ছমরু মিয়ার ছেলে ট্রাস্টি মনসুর আলম,গ্রামের মুরব্বী সাজিদ মিয়া,ট্রাস্টি জালাল আহমদ ইউসুফ, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, ফরিদ আহমদ,আক্তার হোসেন, হামিম আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য আলহাজ ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে ২০২২,২০২১ ও তার পূর্ববর্তি সময় থেকে মানবতার সেবায় সকল পর্যায়ে অসহায় ও গরীব মানুষের সহযোগিতা করে আসছে।বিশেষ করে উপজেলা ও উপজেলার বাইরে অনেককে গৃহ নির্মাণ,টিউবওয়েল প্রদান,বাইক প্রদান,,চিকিৎসা সহায়তা,বিবাহ সহায়তা,শিক্ষা সহায়তা প্রদান ও বিভিন্ন দুর্যোগে খাদ্য সহায়তাসহ মানবিক সব ধরনের সহায়তা করে আসছে।
পরিশেষে সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছমরু মিয়ার মাগফেরাত কামনা ও তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।