বিশ্বনাথ প্রতিনিধিঃ
খাজাঞ্চী হেল্প ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বিশুদ্ধ পানি পানের জন্য দুইটি টিউবওয়েল প্রদান করা হয়েছে।
একটি টিউবওয়েলটি খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি ষ্টেশন বাজারে উম্মুক্ত স্থানে স্থাপন শেষে গত ১৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে জনসাধারণের পানি পানের জন্য উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খাজাঞ্চি ষ্টেশন বাজার মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান সহ অতিথি বৃন্দ।
খাজাঞ্চি হেল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সংগঠক জামাল উদ্দিন রেজা, সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ এর অর্থায়নে টিউবওয়েলটি স্থাপিত হয় বলে জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
খাজাঞ্চী হেল্প ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠন মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে আন্তরিক ভাবে কাজ করবে বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ গিয়াস উদ্দিন সোহাগ। তিনি সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায়ে দেশ বিদেশের বিবেকবান জনদরদী, সমাজসেবী, দায়িত্বশীল, ধনাঢ্য, শিক্ষিত ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
টিউবওয়েল উদ্বোধনে উপস্থিত ছিলেন, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল মিয়া, বিশিষ্ট মুরব্বি বাদসা মিয়া, ষ্টেশন বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আপ্তাব আলী, মঈন উদ্দিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্যঃ ১৯ জুলাই খাজাঞ্চি হেল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউনিয়নের মুফতি বাজারে সাবিলুন নাজাত ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ূম এর অর্থায়নে মুফতি বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অন্য টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে।