বিশ্বনাথ প্রতিনিধিঃ খানা খন্দকে ভরা ও অতিরিক্ত ভাঙ্গনে যান চলাচলে অকেজো হওয়া,শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সিলেটের বিশ্বনাথ -খাজাঞ্চি – কামাল বাজার সড়ক দ্রুত সংস্কারের দাবীতে ও রহিমপুর- ইসলামপুর- বন্ধুয়া রাস্তা পাকাকরণের দাবীতে সিলেট ২ আসনের ( বিশ্বনাথ ও ওসমানী নগর) সাংসদ,জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোকাব্বির খানের সাথে এলাকার মুরব্বিয়ানদের নিয়ে সাক্ষাৎ করেছেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, আলোকিত খাজাঞ্চি ডটকম এর চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
গতকাল ২৯ মে রাতে সাংসদ মোকাব্বির খানের সিলেটস্থ বাসভবনে এ সাক্ষাৎ পর্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ইসলাম পুর গ্রামের ডাঃ গিয়াসউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম নাওর মিয়া,আব্দুল কবির বাহার,বুরহান তালুকদার, সুজন মিয়া, আব্দুল হামিদ,মোহাম্মদ ঠাকুর আলী,মোঃ মন্তুু মিয়া,আপ্তাব আলী,মোঃ ইউনুস আলী,আব্দুর রহমান,কবির উদ্দিন,আফরোজ আলী প্রমূখ।
তারা উক্ত সড়কের অবস্থা সংসদ সদস্য আলহাজ্ব মোকাব্বির খানের কাছে তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের জন্য জোর দাবী জানান।