সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমীর উদ্দিন আবারও মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল ইউনিয়ন পরিষদ ভবনে একান্ত আলাপচারিতায় তার প্রার্থী হওয়ার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন; এলাকার সার্বিক উন্নয়ন ও অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে আমি আবারও খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনে অংশ গ্রহন করছি। যদি আমার ওয়ার্ড বাসী আল্লাহর ওয়াস্তে আমাকে আবারও তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে অতীতের ন্যায় আমার মেধা ও শ্রম তাদের জন্য উৎসর্গ করে দিতে সদা প্রস্তুত থাকব। তিনি আরো বলেন; আমি আপনাদের পাশে ছিলাম,আছি, আগামীতে থাকবো। আমি আজীবন আপনাদের সেবায় নিজেকে সম্পৃক্ত রেখে যেতে চাই।