বিশ্বনাথ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন রেজার সমর্থনে স্থানীয় ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ এপ্রিল বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিলপার (দ্বিপবন্ধ) গ্রামের সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ai
ইফতার মাহফিলে গ্রামের প্রবীণ মুরব্বি হাজী আব্দুল মুমিন এর সভাপতিত্বে হাফিজ মাওঃ মোহাম্মদ আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, আলোকিত খাজাঞ্চি ডটকম অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাতা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন রেজা।
ইফতার পূর্ব আলোচনায় ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার আশাবাদ ব্যক্ত করে ওয়ার্ডবাসী ও ইউনিয়নের সকল নাগরিকদের সহযোগিতা এবং সমর্থন কামনা করে বক্তব্য প্রদান করেন আলহাজ্ব জামাল উদ্দিন রেজা।
এসময় আরো বক্তব্য রাখেন; ইউনিয়নের রায়পুর নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আশিকুর রহমান, হোসেনপুর নিবাসী গোলাম রব্বানী, তেলিকুনা নিবাসী আব্দুল মালেক। বক্তব্য রাখেন ; আব্দুল ওয়াহিদ, আব্দুল হেকিম ও জুয়েল আহমদ।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজী মনু মিয়া, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, হাজী তেরা মিয়া, ফেরদৌস মিয়া, হাজী তফুর মিয়া, সুমন আহমেদ, হোসাইন আহমদ, জুবায়ের আহমদ, মাসুক আহমদ ও আহমদ হোসেন প্রমুখ।
এসময় মহামারী করোনা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ পাকের দরবারে বিশ্ববাসীর মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওঃ মোহাম্মদ আলী।
ইফতার মাহফিল শেষে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন রেজাকে ইয়ুথ ওয়েব অরগানাইজেশন সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম, সাধারণ সম্পাদক মকসুদ খান, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ জুয়েলের নেতৃত্বে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।