সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ “ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ;আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সংগীতকে সম্মান জানিয়ে দেশে বিদেশে অবস্থানরত ও প্রাণপ্রিয় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সকল জনসাধারণকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুর রব রাজু।
অভিনন্দন বার্তায় রাজু দেশবাসীসহ মুসলিম উম্মাহার শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন;সহমর্মিতা ভ্রাতৃত্ববোধ, সাম্য,মৈত্রী আর সম্প্রিতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও এসেছে পবিত্র ঈদুল ফিতর । তবে এবারের ঈদ পালন করতে হবে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে।কোভিড ১৯ রোধে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো।ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি যেন কোনক্রমেই ভূলে না যাই।সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন; খুশি করতে গিয়ে যেন আমরা কোনভাবে গরীব ও অসচ্ছলদের ভুলে না যাই।