মো. আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ থেকে:
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত হাজী তেরা মিয়া প্রাথমিক ২য় মেধাবৃত্তি ২০২৩ এর পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং সকাল ১১ ঘটিকায় খাজাঞ্চি ইউনিয়ন সংলগ্ন ইয়াহইয়া কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন: শিক্ষাই জাতীর মেরুদন্ড। এই শিক্ষার আলোয় আলোকিত করতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছেন। সরকারের পাশাপাশি সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেলিম আহমেদ যুক্তরাজ্য বসে দেশের কথা, অবহেলিত সমাজের কথা চিন্তা করেন। আর্তমানবতার সেবায় মেধাবী ছাত্রছাত্রীদের মূল্যায়ন করে যাচ্ছেন, এই ধারাবাহিকতা নিয়মিত চলমান থাকবে এটাই প্রত্যাশা করি এবং ট্রাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করি।
ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতির পরিচানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল মতিন, বিশিষ্ট ইসলামি স্কলার আব্দুল হাই জিহাদি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, সদস্য সচিব আজিজুর রহমান মনর, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, সাংবাদিক মুস্তাক আহমদ মোস্তফা, ট্রাস্টী সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক সুহেল আহমদ, সাংবাদিক ফুল মিয়া, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আইনজীবী সহকারী শাহীন উদ্দিন, কবি লাহিন নাহিয়ান, লায়েক আহমদ অভি, আবুল বশর, অর্থ সচিব আল মামুন, ট্রাস্টি শামীম আহমেদ, আকিকুর রহমান, নুর হোসেন, ফাহিম আহমদ, নজরুল ইসলাম, ফজলু মিয়া, আব্দুল কাদির, সিরাজ মিয়া, ধন মিয়া, মাসুক মিয়া, রণজিত দাস রুঞ্জু প্রমুখ সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ কারী ১৯ জন ছাত্র ছাত্রীদের মাঝে এসময় নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুহেল মিয়া, সিংগেরকাছ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আব্দুল মুকিত, আরব শাহ (র.) একাডেমির শিক্ষক আব্দুল কাইয়ুম কে হল পরিদর্শক দায়িত্ব পালন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্টাকালীন সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান সমাজ সেবক সেলিম আহমেদ এর ২০১৪ সালে প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস ইউকে খাজাঞ্চি ইউনিয়নের সবকটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ২য় বারের মত মেধাবৃত্তি বাস্তবায়নের আয়োজন করে। প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে সেলিম আহেমদ ও কুলছুমা আহমেদের নিরলস অর্থায়নে শিক্ষা উপকরণ, টিউবওয়েল বিতরণ, ত্রাণ সহায়তা, বিবাহ সহায়তা, গৃহনির্মাণ সহায়তা, মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদানের মত বিভিন্ন কাজগুলো আর্তমানবতার সেবায় পরিচালনা করে যাচ্ছে।