বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সবকটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা আগামীকাল ৪ নভেম্বর ২০২৩ ইং শনিবার অনুষ্ঠিত হবে।
বৃটেন প্রবাসী বিশ্বনাথের কৃতিসন্তান ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজ সেবক সেলিম আহমেদ এর অর্থায়নে ট্রাস্টের পরিচানায় ২য় বারের মত এ আয়োজন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন ট্রাস্টিবৃন্দ।
৪ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হবে। ৪টি বিষয়ের উপর যথারীতি ১ঘন্টা করে মোট ৪ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে । মধ্যখানে ১ ঘন্টার টিপিন বিরতির সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা। সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের কেন্দ্রে প্রবেশপত্র সহকারে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরীক্ষার বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে ০১৭১৪৬৮৫১৬৫ ও ০১৭৫১৯৪২০৩৫ এই নাম্বার ব্যবহার করতে অনুরোধ করেছেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য ট্রাস্টের যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রউফ ও বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার সুহেল মিয়া। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
পরীক্ষা সংক্রান্ত এ তথ্য জানিয়েছেন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া।