বিশ্বনাথ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়ন’র ২নং ওয়ার্ডের ৫০ টি অসহায়-হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে কুড়িখলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাষ্টার আবুল কালাম ও তার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ১৯ জুলাই সকালে স্হানীয় ইউনিয়ন’র ২নং ওয়ার্ডের পাঁচটি গ্রামের ৫০ টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ পূর্ব অনুষ্টানে মাষ্টার আবুল কালাম বলেন পবিত্র ঈদুল আযহা ও বৈশ্বিক মহামারি করোনার সংকট কালীন সময়ে যার যার অবস্থান থেকে সমাজের বিত্তশালী সবাইকে গরীব অসহায়দের সহযোগিতার জন্য এগিয়ে আসার আসতে হবে।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, চাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন তৈল, আটা ও লবন।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রিতিগন্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আফরোজ আলী।
এসময় আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ আলী, আব্দুল মন্নান, মো. নজরুল ইসলাম, মাওলানা রুবেল আহমদ, মাওলানা ফেরদৌসুর রহমান, লাল মিয়াসহ প্রমুখ।