বিশ্বনাথ প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এর আনারস মার্কার সমর্থনে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের রায়পুর টিমাইঘর গ্রামে এলাকা বাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ এপ্রিল বাদ এশা গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরশ আলী ও তোতামিয়ার যৌথ সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া।
৮মে অনুষ্ঠিতব্য বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ আনারস প্রতীকে এলাকাবাসীর সহযোগিতা সমর্থন ও ভোট কামনা করে বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, ১নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া, সাবেক মেম্বার গয়াছ উদ্দিন।
এসময় এলাকাবাসীর পক্ষে আনারস মার্কার সমর্থনে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন, রঞ্জিত দেব নাথ, লামাকাজি সিএনজি অটোরিকশা শ্রমিক জোট ৭০৭ এর সভাপতি সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি পাপ্পা।
উপস্থিত ছিলেন রায়পুর গ্রামের মুরব্বি আসদ আলী, মর্তুজ আলী, ফিরুজ আলী, অশ্বিনী বৈদ্য, জামাল উদ্দিন, আলী আহমদ, আইনজীবী সহকারী শাহীন আহমদ বিপ্লব দেব, রনজিত দাস রঞ্জু, রাকু দেব জ্যোতিশ দাস, স্বপন চন্দ, জলক দত্ত, আইনুল হক, রাসেল আহমদ, রনি দাস সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।