কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলার টুকের বাজার মেজবান রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পরিচালনায় ইফতারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, কেন্দ্রীয় শিক্ষক নেতা আবুল খাঁয়ের, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা (স্যার), আরটিসি গ্লোবাল স্টুডেন্ট’স কনসালটেন্ট চেয়ারম্যান লায়ন আসাদুল হক আাসাদ, কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শামসুজ্জামান, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব ফখরুল ইসলাম মাসরুর, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল হাসিব, ইফতার পূর্ববর্তী সময়ে
মোনাজাত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ।
কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাইম ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, সহ সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ আকবর রেদওয়ান মনা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।