কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল আজ (৫ জুলাই) দুপুর অনুমান ২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাইকুড়ি প্রকাশিত জিয়াকুড়ি হাওড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে বতুমারা গ্রামের আঃ মান্নানের ছেলে মহরম আলী(২৫), মৃত ফরিদ মিয়ার ছেলে আঃ ছালাম এবং চমছু উদ্দিনের ছেলে কমর উদ্দিন (২৯) গণকে একটি ডিঙ্গি নৌকাসহ আটকপূর্বক তল্লাশি করে ১৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ এবং ২৪ ক্যান বিয়ার উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জের কোথাও মাদকের অভয়ারণ্য হতে দেয়া হবেনা, মাদকের অভিযান অব্যাহত থাকবে।